Advertisement

Main Ad


রমজানের সময়ে ইফতারের আগে স্বামী জায়নামাজে বসে দোয়া করছিলো,আর স্ত্রী রান্নাঘরে রান্না করছিলো এবং স্বামী কি দোয়া করে তা মনযোগ দিয়ে শুনছিলো।

স্বামী :ও আল্লাহ!
আমার বন্ধুকে একটা বিয়ে করিয়ে দাও।

স্ত্রী :দোয়া করার সময় সতর্ক হও।
এই সময় কিন্তু দুয়া কবুল হয়।

স্বামী একটু থেমে তারপর,আবার বলল।

স্বামী : ও আল্লাহ! আমার বন্ধুকে একটা যুবতী, সুন্দরী, ধার্মিক বউ দাও।

স্ত্রী এবার রান্নাঘর থেকে ছুটে আসলো এবং স্বামীকে বকা শুরু করলো।

স্বামী : তোমার সমস্যা কোথায়?
আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করছি।

স্ত্রী : আমি জানি সেটা।

স্বামী : তাহলে দোষ কোথায়?

স্ত্রী : আমাকে বোকা ভেবো না।
তুমি কি মনে কর আমি সেই হাদিসটা
জানি না?

যে কোন মুসলমান অন্য কারো জন্য দোয়া করলে পেছন থেকে একজন ফেরেশতা বলে আল্লাহ যেন তোমাকেও তা দেয়...!

(অর্থাৎঃ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তা’আলা তোমাকেও তা-ই দান করুন)। সহীহ মুসলিম-  হা. ৮৮ (২৭৩৩), ৪/২০৯৪

অট্টহাসি হাসবেন না😊
মুচকি হাসুন,এটি সুন্নাহ।

Post a Comment

Previous Post Next Post