স্ত্রী: বিয়ের আগে শুনছিলাম
আপনি বেশ পরহেজগার।
কিন্তু আপনি আজও আমার স্বপ্নগুলো পূরন করতে পারেন নাই।।।
স্বামী: তোমার স্বপ্ন গুলো আমাকে বলো
আমি আজীবন চেষ্টা করবো
সেগুলো পূরন করতে।।
স্ত্রী: বারে,,আমায় খুব ভালোবাসেন বুঝি?
স্বামী: হ্যাঁ ভীষন,তুমি শুধু একবার বলো
তোমার স্বপ্নগুলো প্লিজ,,,,,
স্ত্রী: আমি চাই তাদের দলে অন্তর্ভুক্ত হতে
যাদের
অনেক আলীশান বাড়ি আছে,
অনেক সম্পদ আছে,
অনেক বাগান আছে,
অনেক খাদেম আছে,,
স্বামী: তুমি তো সবই জানো,
এত প্রাসাদ,এত বাগান আর
এত খাদেম আমি কি করে
তোমায় এনে দেবো??
স্ত্রী: আমি রাস্তা দেখিয়ে দিলে
এগুলো আমায় এনে দিবেন?
স্বামী: এটা কিভাবে সম্ভব?
স্ত্রী: সবই সম্ভব,, আপনি রাজি কি না
তাই বলেন।
স্বামী: আমি রাজি
স্ত্রী: (১).আজ থেকে প্রতি দিন ১০ বার
সূরা ইখলাস পড়ে জান্নাতে একটি
প্রাসাদ তৈরি করবেন।
(২). "লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লাবিল্লাহ" বেশি বেশি পড়বেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লাবিল্লাহ" হলো জান্নাতের গুপ্তধন।
(৩). সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,,,,
বেশী বেশী পড়ে,,,
জান্নাতের বাগানে প্রচুর খেজুরগাছ রোপন
করবেন।
(৪). আজ থেকে আল্লাহর নাম গুলো মুখস্ত করা শুরু করবেন,,,,
যে ব্যাক্তি আল্লাহর নামগুলো মুখস্ত করবে সে জান্নাতি,, আর জান্নাতিদের তো অনেক খাদেম থাকবে।।
স্বামী অবাক হয়ে বললেন , এই জন্যই বুঝি বলে নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।
Post a Comment